সিপি গ্যাং শুধু তাদের বাইরেরটাই দেখলো, ভিতরটা দেখলো না।
লিখেছেন লিখেছেন আমীর আজম ২১ মার্চ, ২০১৪, ০১:০৭:০৮ রাত
আমি একটা লোক কে চিনি। তিনি ক্রিকেট
খেলার এক পাগল ভক্ত।
প্রতিটা খেলা মাঠে গিয়ে দেখেন।
তার এক গালে থাকে ভারতের পতাকা আঁকা।
আরেক গালে থাকে পাকিস্তানের
পতাকা আঁকা।
যখন যে দল জিতে সেই দলের
পতাকা সংবলিত গাল বের করে দেন।
উদ্দেশ্য মজা করা।
এটা সেই সময়ের কথা যখন বাংলাদেশ ক্রিকেট
বিশ্বে একটা পুঁচকে ছোকরা। জেতার জন্য
না, ভাল খেলার জন্য খেলে।
কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। এখন
বাংলাদেশ জেতার জন্যই মাঠে নামে।
এইতো কিছুদিন আগেও মুশফিকুর রহিম যখন
বলত আমরা জেতার জন্য মাঠে নামব। তখন
মনে হত ছেলেটা বুঝি মশকরা করছে।
কিন্তু এখন কিছুই বলা লাগে না। সবাই
বুঝে গেছে বাংলাদেশ জেতার জন্যই খেলে।
তাই এখন আর লোকটা গালে কোন
পতাকা লাগায় না। বরং বুকে বাংলাদেশের
বিশাল বড়
একটা পতাকা লাগিয়ে খেলা দেখতে আসে।
আমার মনে হয় এখনো যারা ভারত
পাকিস্তান বলে ফালাফালি করেন তাদের
থেমে যাওয়া উচিত। কারণ এটা কিন্তু
বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
আবার সিপি গ্যাং যেটা করেছে সেটাও কিন্তু
বাড়াবাড়ি হয়ে গেছে।
কারণ সিপি গ্যাং তাদের শুধু মুখটাই
দেখতে পেয়েছে।
তাদের বুকটা দেখলে হয়তো বুঝতে পেত
সেখানে বিশাল বড় করে একটা বাংলাদেশের
পতাকা আঁকা ছিল।
বিষয়: বিবিধ
৮৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন